বেটামেসন এন ক্রিম এর কাজ কি | Betameson-N |
বেটামেসন এন ক্রিম এর কাজ কি
এই আর্টিকেল টিতে আলোচনা করব বেটামেসন এন ক্রিম এর কাজ ও এর ব্যবহার। বেটামেসন এন ক্রিমটি একটি কম্বিনেশন মেডিসিন। অনেকে এটি ভুলবশত স্কিন পরিষ্কার করার জন্য অথবা কালো ত্বক ফর্সা করার জন্য ব্যবহার করে থাকে। আজকে এখানে আলোচনা করব আপনারা কি কারনে বেটামেসন এন ক্রিমটি ব্যবহার করতে পারবেন। এবং আপনাকে কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। যে সকল ক্ষেত্রে এই ক্রিমটি আপনি ব্যবহার করতে পারবেন। আবার যে সকল ক্ষেত্রে এই ক্রিমকে আপনারা ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি এই ক্রিমটি পার্শ্বপ্রতিক্রিয়া কি আছে। দিনে কতবার ব্যবহার করতে পারবেন। এই মেডিসিনটি আপনারা বাজারে কত টাকা হলে কিনতে পারবেন। এবং এই মেডিসিনটা আপনারা কোথা থেকে কিনতে পারবেন। সকল বিষয় এবং সকল প্রশ্নের উত্তরই থাকবে এই আর্টিকেলে আর্টিকেলটি পড়ুন আমাদের পাশে থাকুন।
বেটামেসন এন ক্রিমটি একটি কম্বিনেশন মেডিসিন। এই ক্রিমটির মধ্যে দুটি উপাদান রয়েছে। একটি হলো স্ট্রাইড, আরেকটি হলো এন্টিবায়োটিক। তবে বেটামেসন এন ক্রিম খুবই কার্যকরী। এবং ত্বকে ব্যবহারের উপযোগী।
এই ক্রিমটি মূলত ত্বকের প্রবাহ জনিত চর্মরোগ চিকিৎসায় অল্প ক্ষমতা সম্পন্ন কটিক ও স্ট্রাইড দ্বারা চিকিৎসা করা সম্ভব নয়। সে ক্ষেত্রে বেটামেসন এন ক্রিমটি ব্যবহার করা হয়। যেমন: এটোফিক একজিমা, স্পর্শ জনিত ত্বকের প্রবাহ এই ধরনের চিকিৎসায় মূলত বেটামেসন এন ক্রিমটি ব্যবহার করা হয়।
বেটামেসন এন ক্রিম কিভাবে ব্যবহার করব
এই ক্রিমটি ব্যবহার করতে হয় প্রতিদিন আক্রান্ত স্থানে ২-৩ বার। এবং আক্রান্ত স্থানের উপসর্গ নিয়ন্ত্রণ হলে ক্রিমটি ব্যবহারের মাত্রা কমাতে হবে। যে কারণে ডক্টর আপনাকে এই বেটামেসন এন ক্রিম ব্যবহার করতে বলেছেন, ওটা যদি ভালোর দিকে যায় বা উন্নতি হয় তাহলে ২-৩ বার এর জায়গায় ১-২ বার ব্যবহার করতে হবে ।
বেটামেসন ক্রিম এর অপকারিতা
যে সকল কারণে বেটামেসন ক্রিমটি ব্যবহার না করাই ভালো। যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস দ্বারা আক্রান্ত চর্ম সংক্রমণ বা ব্রণ। অর্থাৎ ত্বকের যে সকল সমস্যা ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাস জনিত কারণে হয়ে থাকে এ সকল ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার না করাই ভালো।
বেটামেসন এন ক্রিমটি স্ট্রাইড ও এন্টিবায়োটিক দুটি উপাদানের সাহায্যে তৈরি। তোকে সাধারণত দীর্ঘদিন স্ট্রাইড ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে চোখের পাতায় ব্যবহারের সময় সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। যাতে ক্রিমটি চোখের ভেতর ঢুকে না যায়। চোখের ভেতর স্ট্রাইড ক্রিম ঢুকলে গ্লকোমা নামক এক ধরনের রোগ হতে পারে।
বেটামেসন এন ক্রিম মুখে দিলে কি হয়
তবে যারা এই ক্রিমটি ত্বক ফর্সা করার কাজে ব্যবহার করছেন ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া, তারা কিন্তু একটি দীর্ঘমেয়াদি সমস্যায় পড়তে পারেন। এই ক্রিমটিতে যেহেতু স্ট্রাইড রয়েছে সেহেতু এই ক্রিমটি ত্বকে দীর্ঘদিন ব্যবহার করার ফলে আপনার ত্বকের কোষ গুলো মারা যায়। ফলে কিছুদিনের জন্য ত্বক উজ্জ্বল মনে হলেও। দীর্ঘ মেয়াদি কোন সমাধান আসবে না। ক্রিমটি ব্যবহার করা বাদ দিলে ত্বক আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। বরঞ্চ ত্বক আরো খারাপের দিকে চলে যাবে।
এই মেডিসিনটির গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে চামড়া চুলকানি হবে, জ্বালা যন্ত্রণা হবে, শুষ্কতা দেখা দেবে এবং এলার্জি এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে বলব যে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার না করাই ভালো।
বেটামেসন এন ক্রিম এর দাম
আশা করা যায় এই ক্রিমটি বাংলাদেশের যে কোন ফার্মেসিতে পাওয়া যাবে। বর্তমানে ক্রিমটির বাজার মূল্য মাত্র ৩৫ টাকা।
শেষ কথা
এই আর্টিকেলে আমরা বেটামেসন এন ক্রিম এর কাজ কি বিষয়বস্তু নিয়ে আলোচনা সম্পন্ন করেছি। আশা করি আর্টিকেলটি আপনাদের জীবনে চলার পথে বিভিন্ন উপকারে আসবে। আর্টিকেলটি পড়ে আপনার সামান্য উপকৃত হলেও আমরা স্বার্থক। আমার নিজের অভিজ্ঞতা থেকে আর্টিকেলটি তুলে ধরেছি ভালো লাগলো না খারাপ লাগলো সেটা আপনারাই বিচার করবেন। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হচ্ছে অন্য কোন আর্টিকেল......
অতিরিক্ত পোস্ট