মেয়েদের দ্রুত ওজন কমানোর ব্যায়াম

মেয়েদের দ্রুত ওজন কমানোর ব্যায়াম

মেয়েদের দ্রুত ওজন কমানোর ব্যায়াম


অতিরিক্ত ওজনের ফলে স্বাস্থ্যঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে। অতিরিক্ত ওজনের ফলে দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের সমস্যার ভেতর পড়তে থাকি। অনেক সময় রোগ আক্রান্ত হওয়ার প্রধান কারণ অতিরিক্ত ওজন। আমাদের মাঝে অনেকেই অতিরিক্ত ওজন নিয়ে প্রচুর পরিমাণ  দুশ্চিন্তা করে থাকি। এক্ষেত্রে ভয় না পেয়ে কিছু কিছু পদক্ষেপ অবলম্বন করার মাধ্যমে ওজনকে আয়ত্তে আনা সম্ভব। পুরুষ এবং মেয়েদের ক্ষেত্রে এগুলো আলাদা আলাদা হয়ে থাকে। 


মেয়েদের দ্রুত ওজন কমানোর জন্য ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ আর্টিকেলে আমরা মেয়েদের দ্রুত ওজন কমানোর ব্যায়াম সম্পর্কে  আলোচনা করব। 


কয়েকজন  গবেষকগণ গবেষণা করে পেয়েছে যে “ শারীরিকভাবে ফিট মেয়েদের তুলনায় অতিরিক্ত ওজনের মেয়েদের অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে ৬০+ শতাংশ বেশি। অতিরিক্ত ওজনের ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন: রক্তচাপ, মানসিক চাপ এছাড়াও হরমোনজনিত বিভিন্ন সমস্যাও দেখা দিতে পারে।

মেয়েদের দ্রুত ওজন কমানোর ব্যায়াম

মেয়েদের ওজন কমাতে প্রতিদিন সর্বনিম্ন ৩০ মিনিট ব্যায়াম করা উচিত। ব্যায়াম করার পূর্বে ভারি খাবার  ত্যাগ করার চেষ্টা করবেন। ব্যায়াম করার পূর্বে এবং পরে পানি পান করা যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক মেয়েদের দ্রুত ওজন কমানোর ব্যায়াম সম্পর্কে:
  • জগিং করা বা দৌড়ানো 
  • পুষ-আপ  দেওয়া
  • সাইকেলিং করা 
  • ওজন উত্তোলন
মেয়েদের দ্রুত ওজন কমানোর ব্যায়াম পদ্ধতি

লেবু দিয়ে ওজন কমানোর উপায়

প্রাচীন কাল থেকেই লেবু দিয়ে ওজন কমানোর উপায় প্রচলিত আছি। লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড যা খাবারকে সহজেই হজম করে দেয়, এর পাশাপাশি শরীরের তেল বা চর্বি কমাতে সাহায্য করে।
আমাদের মধ্যে যারা সকালে উঠে চা-কফি খেতে পছন্দ করি, তারা চা-কফি এভোয়েড করে লেবু পানি খেতে পারি, যা আমাদের শরীরের জন্য প্রচুর উপকারে আসে। এক গ্লাস কুসুম গরম পানিতে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে পান করতে পারি। আশা করি লেবু দিয়ে ওজন কমানোর উপায় আপনাদের অনেক উপকারে আসবে।

লেবু দিয়ে ওজন কমানোর উপায়

কি খেলে খুব দ্রুত ওজন কমে?

যে সকল খাবার আমাদের শরীরকে ভারি করে, সে সকল খাবার থেকে বিরত থাকতে হবে। এর পাশাপাশি যে সকল খাবার ওজন কমাতে সাহায্য করে, সেগুলো অবশ্যই খাবার তালিকায় রাখতে হবে।
যে সকল খাবার ওজন তোমাকে সাহায্য করি তা হলো:
  1. গ্রিন টি ওজন কমাতে সাহায্য করে।
  2. পেস্তা বাদাম ওজন কমাতে সাহায্য করে।
  3. জাম্বুরা ওজন কমাতে সাহায্য করে।
  4. তেল-চর্বি জাতীয় খবর পরিত্যাগ করা।
  5. প্রচুর পরিমাণে পানি পান করা।

সকালে খালি পেটে কি কি খেলে ওজন কমে?

কিছু কিছু খাবার আছে যেগুলো সকালে খালি পেটে খেলে ওজন দ্রুত কমতে থাকে। এগুলো আমাদের নিয়ম মেনে প্রতিদিন খেতে হবে তাহলেই ফলাফল দেখতে পাবো।

মধু-দারুচিনির পানীয় : ১ গ্লাস পানিতে দুই চামুচ মধু এবং কয়েকটা দারুচিনি সারারাত ভিজিয়ে রাখার পরে সকালে মধু-দারুচিনির পানীয় পান করতে হবে।

জিরা ভেজানো পানি : ১ গ্লাস পানিতে এক চামুচ জিরা ভিজিয়ে সারা রাত রেখে দিতে হবে, সকাল হওয়ার সাথে সাথে এটি পান করতে হবে। ওজন কমাতে জিরা পানি ব্যাপক ভূমিকা পালন করে।

হলুদ পানীয় : ১ গ্লাস পানিতে এক চামুচ হলুদ  মিশিয়ে সকালে বাসি পেটে হলুদ পানি  পান করলে ওজন কমার সম্ভাবনা বৃদ্ধি পায়।

১৫ দিনে ৫ কেজি ওজন কমানোর উপায়:

১৫ দিনে ৫ কেজি ওজন কমানোর উপায় শুরু করার আগে কঠোর প্রতিজ্ঞা করতে হবে। ওজন কমানোর এটি সবথেকে কঠিন ধাপ। দিনে দুইবার শারীরিক ব্যায়াম করা অন্তত ৩০ মিনিট ধরে সকালে এবং বিকালে। ভারী খাবার এভয়েড করার পাশাপাশি জাঙ্ক ফুড এবং তৈলাক্ত খাবার এভোয়েড করতে হবে। প্রথম ৫ দিন পরে  যদি অল্প পরিমাণও ওজন কমে তাহলে শারীরিক ব্যায়াম ৩০ মিনিট এর জায়গায় ৪০ মিনিট করতে হবে। পাশাপাশি প্রচুর পরিমাণে জগিং এবং সাইকেলিং করতে হবে। এরপরও যদি  ওজনের তেমন কোন পরিবর্তন না হয় তাহলে  নিকটবর্তী ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।

মেয়েদের দ্রুত ওজন কমানোর ঔষধ

অনেক সময় ওজন কমানোর জন্য ঔষধ  কাজে লেগে থাকে। ওজন কমানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধ মার্কেটে এভেলেবেল রয়েছে। নিচে মেয়েদের দ্রুত ওজন কমানোর ঔষধ তুলে ধরা হলো :
  • Slimfast Capsule
  • Fitvit capsule
  • Sinaslim capsule
তবে এই ওষুধগুলো সতর্কতার সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন।

শেষ কথা:

এরই মাঝে আমরা উপস্থাপন করে ফেলেছি মেয়েদের দ্রুত ওজন কমানোর ব্যায়াম সম্পর্কে। এই আর্টিকেলটিতে ওজন কমানোর সকল খুঁটি-নাটি উপস্থাপন করেছি যদি কোন বিষয়বস্তু বাদ পড়ে যায় অনুগ্রহ করে কমেন্টে জানাবেন। এত কষ্ট করে লেখা আর্টিকেলটি যদি আপনাদের সামান্য উপকারী আসে তাহলে আমরা সার্থক। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হচ্ছে অন্য কোন আর্টিকেলে….।

অতিরিক্ত পোস্ট


Previous Post
No Comment
Add Comment
comment url