সান্ডার তেলের উপকারিতা কি

সান্ডার তেলের উপকারিতা কি

আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা, মাঝেমধ্যেই দেখে থাকি গ্রামে একদল লোক এসে মাইক বাদ্যযন্ত্রের সাহায্যে লোকজন এক জায়গায় করে, এবং বিভিন্ন ম্যাজিক দেখিয়ে বিভিন্ন ঔষধি বিক্রয় করে থাকে। তার মধ্যে সান্ডার তেলের তেলও একটি। সান্ডার তেল ও গ্রামে হাটে বাজারে এভাবেই বিক্রি হয়ে থাকি আমরা এই আর্টিকেলে সান্ডার তেলের উপকারিতা কি তা আলোচনা করব। সত্যিই কি এর কোন উপকারিতা আছে নাকি শুধুমাত্র ভুয়া বিজ্ঞান।

সান্ডার তেলের উপকারিতা কি

সান্ডা সাধারণত মরুভূমিতে থাকে। আমাদের মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী বা অসাধু মানুষ যারা মরুভূমিতে সান্ডা দেখলেই তাদেরকে ধরে নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স করছে। বর্তমানে সান্ডা প্রচুর প্রচলিত একটা আলোচনা। সব জায়গায় শুধু সান্ডা এবং সান্ডা নিয়ে আলোচনা।

সান্ডার তেলের উপকারিতা কি

আমাদের মধ্যে অনেকেই রয়েছে সান্ডার তেলের উপকারিতা কি জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সান্ডার তেলের আসলেই উপকারিতা আছে কি না এ নিয়ে রয়েছে অনেক বিভ্রান্তি ও নানা ধরনের মত-দ্বিমত। সান্ডার তেলে বৈজ্ঞানিক কোনো উপকারিতা পাওয়া যায়নি। তবে কোন অঙ্গ প্রতঙ্গে যদি অতিরিক্ত পরিমাণ সান্ডার তেলে ব্যবহার করা হয় এক্ষেত্রে ইতি বিপরীত হতে পারে  যেমন- এলার্জি, শরীর লাল হয়ে যাওয়া, শরীরে ব্যথা অনুভূতি হওয়া। আমাদের মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী শুধুমাত্র টাকার জন্য বিভিন্ন তেল কে সান্ডার তেল বলে বাজারে বিক্রি করে। 

তবে সান্ডার মাংস বিরিয়ানিতে  ব্যবহার করা হয়ে থাকে। বাইরের দেশে বিরিয়ানিতে সান্ডার মাংস প্রচুর প্রচলিত থাকলে বাংলাদেশে তেমন কোন চাহিদা নেই। 

সান্ডার তেল ব্যবহারের নিয়ম

বৈজ্ঞানিকভাবে সান্ডার তেল ব্যবহারের নিয়ম বলতে তেমন কোন তথ্য পাওয়া যায় না। তবে সান্ডার তেল ব্যবহার সপ্তাহে দুই থেকে তিনবার করা উচিত। এর থেকে বেশি ব্যবহার করলে শরীরের নানা ধরনের ক্ষতি দেখা দিতে পারে। আমাদের দেশের তেমন অরিজিনাল সান্ডার তেল বলতে কিছুই পাওয়া যায় না। শুধু নামেই সান্ডার তেল কিন্তু কার্যকারিতায় কোন উপকার নেই। বাইরের দেশে অনেক সময় অরজিনাল সান্ডার তেল পাওয়া যায়। বাংলাদেশ এখন পর্যন্ত অরজিনাল সান্ডার তেল পাওয়া যায়নি।

সান্ডার তেল কোথায় পাওয়া যায়

বাংলাদেশে অনেক সময় গ্রামে গঞ্জে হাটে বাজারে সান্ডার তেল বিক্রি হয়ে থাকে। কিন্তু আসলেই সেটা অরজিনাল সান্ডার তেল কিনা এ নিয়ে রয়েছে অনেক বিভ্রান্তি।  মানুষ ব্যবহার করছে কিন্তু সে কি ব্যবহার করছে সেটা সে নিজেও জানেনা, এবং এর দ্বারা তার কোন উপকার হবে কিনা তার দিকেও কোন লক্ষ্য নেই। তবে কিছু কিছু লোকের কাছে অরজিনাল সান্ডার তেল পাওয়া যায়।  এছাড়াও সান্ডার তেল তৈরি করার প্রসেস ব্যাপক এবং সময়ও বেশি লাগে।

সান্ডা আর গুইসাপ কি এক

আমাদের মধ্যে অনেকের একটা ভুল ধারণা আছে যে সান্ডা আর গুইসাপ একই প্রাণী। কিন্তু সান্ডা আর গুইসাপ দেখতে একই রকম মনে হলেও দুটি আলাদা আলাদা প্রাণী। সান্ডা নরম স্বভাবের একটি প্রাণী এরা মরুভূমিতে বসবাস করে। অপরদিকে গুইসাপ বিষাক্ত একটা প্রাণী এদের লালা  বিষাক্ত এবং  এই লালাই বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। সান্ডা যেমন মরুভূমিতে থাকে তেমনি গুইসাপ পানিতে থাকে। সান্ডা সাধারণত তৃণভোজী প্রাণী লতাপাতা ইত্যাদি খেয়ে থাকে।কিন্তু গুইসাপ পানিতে মাছ, ডিম, ব্যাঙ ইত্যাদি খেয়ে থাকে। এ থেকে বোঝা যায় যে সান্ডা আর গুইসাপ দুটি আলাদা আলাদা প্রাণী এবং এদের জীবনযাত্রা ভিন্ন।

সান্ডা আর গুইসাপ কি এক

সান্ডার তেল দাম

আমাদের দেশের অনলাইন প্লাটফর্মের বিভিন্ন জায়গায় সান্ডার তেল বিক্রি হয়ে থাকে।  যেমন  দারাজ, ফেসবুকে কিছু কিছু পেইজ ইত্যাদি জায়গায় বিক্রি হয়ে থাকে। ২০ml সান্ডার তেল ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়ে থাকি। তবে স্থানভেদে এই তেলের দাম কমতেও পারে আবার বাড়তেও পারে।

সান্ডার তেল দাম


Previous Post
No Comment
Add Comment
comment url